Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরিপুর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ


১২ মার্চ ২০১৯ ১৯:৩৬ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ২১:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আদালত হরিপুর থানার ওসিকে গ্রামবাসীর এজাহার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । একই সঙ্গে দ্রুত মামলার প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান ১১ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করেন ও ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত নিহতের পরিবারের সদস্যরা মামলার কাজ দ্রুত পরিচালনা ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সংর্ঘষের ঘটনায় দুই শতাধিকের বিরুদ্ধে মামলা

গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ জন গ্রামবাসী নিহত হন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলা করা হয়। সেদিন মামলার পরবর্তী শুনানির তারিখ ১২ মার্চ নির্ধারণ করা হয়।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

বিজিবি’র গুলিতে নিহত ৩, প্রতিবাদে উত্তাল ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট

ঠাকুরগাঁওয়ের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামবাসী ঠাকুরগাঁও আদালত বিজিবি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর