Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনসিসি ক্লাবের ২০১৯-২০২১ কার্যনির্বাহী কমিটি ঘোষণা


১২ মার্চ ২০১৯ ১৯:০৪ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ২১:১৪

।। সারাবাংলা ডেস্ক ।।

আনন্দঘন পরিবেশে সম্পন্ন হল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ক্লাবের (বিএনসিসি ) ২০১৯-২০২১ কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা। শনিবার (৯ মার্চ) বনানী ক্লাব এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি.এন.সি.সি.) এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী আহসান ও সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমনা রেজিমেন্টের সাবেক রেজিমেন্ট কমান্ডার শিকদার মোহাম্মাদ সালাহউদ্দিন। আরও উপস্থিত ছিলেন মেজর মোজাম্মেল বিটিএফও ঢাকা কলেজ, এক্স সিইউও জাহিদুর রহমান শরিফ। নতুন নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন ঢাকা কলেজের এক্স সিইউও আ ম আ ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিএনসিসি এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী আহসান বলেন, আমি কখনও রিটায়ার্ডে যাবনা আমৃত্যু কাজ করে যাব। আমি চাই বিএনসিসি ক্লাব এর প্রতিটি সদস্য আমৃত্যু কাজ করে যাবে দেশের কল্যাণের জন্য।

বিএনসিসি এর সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস বলেন, বিএনসিসি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাহিনী। বিএনসিসি ক্লাব সকল এক্স ক্যাডেটদের নিয়ে কাজ করে যাবেন দেশের জন্য।

শিকদার মোহাম্মাদ সালাহউদ্দিন সাবেক রেজিমেন্ট কমান্ডার বলেন, সকল বাধা অতিক্রম করে বিএনসিসি ক্লাব এগিয়ে যাবে সামনের দিকে।

তিনি আরও বলেন, এটি একটি সর্বাধিক গ্রহণযোগ্য কমিটি। বর্তমান কমিটিকে সকলকে সহযোগিতা করতে বলেন তিনি।

সর্বসম্মতিক্রমে বিএনসিসি ক্লাবের নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ করিম, সহ-সভাপতি মোঃ সুবেহ সাদেক, মোঃ জিয়াউর রাহমান খান, আ ফ ম গাজী, মোঃ ওবায়েদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হানিফুর রহমান। এছাড়া, সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান রাজিব , যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ শফিকুল ইসলাম। অর্থ সম্পাদক আ. ম. আ. ওয়াহিদুজ্জামান, যুগ্ম-অর্থ সম্পাদক সৈয়দ সোহেল রানা , মোঃ নাজমুল হুদা মিঠূ। সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহেল , যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হাসান, মোঃ লোকমান হোসেন। যুগ্ন-প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ হাবিবুর রহমান, রতন কুমার বিশ্বাস। সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। যুগ্ম-তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমামুল হক হৃদয়।

বিজ্ঞাপন

এছাড়া, বিএনসিসি ক্লাব কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্বাচিত সম্মানিত সদস্যগণ হলেন, এ আফ এম এনামুল হক, নওশের মোঃ বদরুদৌলা, মুহতাসিম বিল্লাহ বাকী, রাহাত আমীন।

সারাবাংলা/এনএইচ

বিএনসিসি বিএনসিসি ক্লাব