Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডাকসুর ফলাফল অস্বাভাবিক’


১২ মার্চ ২০১৯ ১৩:৩১ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৪:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘এখন পর্যন্ত ফলাফল যতোটুকু জানতে পেরেছি, এটা অস্বাভাবিক-ই বটে।’

তিনি বলেন, ‘এটা একটা ফিক্সড প্যানেল ভোট। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু দেখা যাচ্ছে যে, ছাত্রলীগের ভিপি এবং জিএস ও কোটা আন্দোলনের ভিপি এবং জিএস’র মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোনো ব্লু প্রিন্ট ফুলার রোডে ভাইস চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কী না?—সেটা বলা যাবে দুয়েকদিন পর।’

সোমবার (১১ মার্চ ) ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে দাবি করে রিজভী বলেন, ‘১৯৭৩ সাল ছাড়া ডাকসুর ইতিহাসে ভোট ডাকাতি ও মহাজালিয়াতির এ ধরনের ঘটনা ঘটেনি। সরকারের ফতোয়া শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভূতের ব্যাগার খেটে বিশ্ববিদ্যালয়ের সুমহান ঐতিহ্যকে ধূলায় মিশিয়ে দিয়েছেন। সরকার যেহেতু বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ, তাই আজ্ঞাবাহী ভিসি ডাকসুর নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বাতাবরণে।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর অতৃপ্ত আত্মাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ধারণ করেছেন মন্তব্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী গোর্কি ও মগদের অভয়ারণ্যের মধ্যে উদীপ্ত প্রাণের সাহসী তরুণরা রক্তে রঞ্জিত হয়েও প্রতিবাদ করেছে অমিত বিপ্লবে। আমি মনে করি, এই প্রতিবাদে অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা আন্দোলনের ছাত্ররা এবং বাম ছাত্রসংগঠনগুলো প্রমাণ করেছে, তারা আলোর পথের যাত্রী।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, যুগ্ম মহাসচিব রুহুল খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/জেডএফ 

ডাকসু নির্বাচন ডাকসুর ফলাফল নীলনকশা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর