Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশ সার্জেন্টের ৭ বছরের কারাদণ্ড


১২ মার্চ ২০১৯ ১৩:৩৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অবৈধ সম্পদের বিবরণের দাখিল সংক্রান্ত দুদকের দায়ের করা মামলায় আলাদা দুই ধারায় পুলিশ সার্জেন্ট আজহার আলীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আলাদা দুই ধারায় সার্জেন্ট আজহারকে এই সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এর মধ্যে ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনের ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড। অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া ২৭ (১) ধারায় ৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।

সারাবাংলা/এআই/এসএমএন

দুদক সার্জেন্ট সার্জেন্ট আজহার আলী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর