Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস


১২ মার্চ ২০১৯ ১৩:১৬

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

সাভার: আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় চার হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে আশুলিয়ার কবিরপুরের বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন।

তবে স্থানীয়দের অভিযোগ কবিরপুর এর বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। মঙ্গলবার সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে। এসময় রাইজারগুলোও খুলে নেওয়া হয়। গ্যাসের পাইপগুলো ছিলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যে কোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন বলে জানান এলাকাবাসী।

যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে।

অভিযানের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো ওই এলাকায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

অবৈধ গ্যাস সংযোগ তিতাস গ্যাস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর