সিরিয়ার শিশুদের জন্য ২০১৮ ছিল বিপর্যয়কর বছর
১২ মার্চ ২০১৯ ১২:২১ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ১২:২২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুহত্যা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, ২০১৮ সালে বিভিন্ন যুদ্ধের কবলে পড়ে সিরিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ১১০৬ শিশুর। এই সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে, যা বিপর্যয়কর। ২০১১ সালে দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর যেকোনো বছরে এটি সর্বোচ্চ শিশুহত্যার ঘটনা। খবর আল-জাজিরার।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোরে শিশুহত্যা বিষয়ে বলেন, সিরিয়ায় আট বছর ধরে চলমান যুদ্ধে এখনই সবচেয়ে খারাপ অবস্থায় আছে সেখানকার শিশুরা।
তিনি আরও বলেন, ইউনিসেফ সেখানে বিবাদমান গোষ্ঠীগুলোকে স্মরণ করিয়ে দিতে চায়, যুদ্ধে সবচেয়ে ভুগছে সিরিয়ার শিশুরা। সহিংসতার কারণে এক একটি দিন তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে।
এরমধ্যে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-হোল ক্যাম্পে যাওয়ার পথে জানুয়ারি থেকে অন্তত ৬০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আইএস জঙ্গিদের অধিকৃত অঞ্চল মুক্ত হয়ে সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছেন। এছাড়া, গত কয়েক সপ্তাহে সিরিয়ার ইদলিবে সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৫৯ শিশুর।
শিশু বিষয়ক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র ক্যারোলিন অ্যানিং বলেন, চলমান সহিংসতা, নিরাপত্তাহীনতা ও বাস্তুহারা হওয়ার ঘটনায় সিরিয়ায় শিশুরা ভয়ংকর পরিস্থিতে আছে।
সারাবাংলা/এনএইচ