সেই কুয়েত মৈত্রীতে ভিপি-জিএসসহ ৫ পদে স্বতন্ত্র প্রার্থীদের জয়
১১ মার্চ ২০১৯ ২২:৪৯ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ২৩:০৪
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই হলে ভিপি হয়েছেন সুস্মিতা কুণ্ডু, জিএস হয়েছেন সাগুপ্তা বুশরা। বাকি আট পদে জিতেছেন ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা।
সোমবার (১১ মার্চ) রাতে এই হলের নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে সাতটি পদে প্রার্থিতা রেখে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে জয় পেয়েছেন পাঁচ জন। তারা হলেন ভিপি সুস্মিতা কুণ্ডু, জিএস সাগুপ্তা বুশরা, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুন্নী আক্তার, সাহিত্য সম্পাদক সাহরীন সুলতানা ইরা ও অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক জয়নব আক্তার।
সোমবার সকাল ৮টায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই ব্যালট বাক্স দেখানোর দাবি জানান হলটির সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু হল কর্তৃপক্ষ এতে রাজি ছিলেন না। পরে হলের রিডিং রুমের পাশের একটি কক্ষ থেকে এক বস্তা সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী পৌঁছালে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এসময় ঘটনাটি ন্যাক্কারজনক জানিয়ে হল প্রভোস্টকে বরখাস্তের ঘোষণা দেন প্রক্টর। পরে সকাল ১১টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয় এই হলে। অন্যান্য হলে দুপুর ২টা পর্যন্ত ভোট চললেও এই হলে ভোটগ্রহণ করা হয় বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে, সার্জেন্ট জহুরুল হক হলে ভিপিসহ ১২ পদেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। কেবল জিএস হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ফজলুল হক মুসলিম হলের হল সংসদ নির্বাচনে ভিপিসহ পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। হল সংসদের বাকি আটটি পদে জয় পেয়েছেন ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা।
এর আগে, শামসুন নাহার হল সংসদে ১৩ পদের মধ্যে ভিপি ও জিএসসহ আট পদেই জয় পান স্বতন্ত্র প্রার্থীরা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের হল সংসদ নির্বাচনেও ভিপি এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা।
এছাড়া, হাজী মুহম্মদ মুহসীন ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলে পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয় ছাত্রলীগ। তবে বঙ্গবন্ধু হলে ভিপি-জিএসসহ ১১টি পদে জয়ী হয় এই প্যানেল। বাকি দুইটি পদে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা।
সারাবাংলা/কেকে/টিআর