Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু হল সংসদে ১১ পদে ছাত্রলীগ, ২ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী


১১ মার্চ ২০১৯ ১৯:৩১ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৯:৫১

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে দু’টি পদ ছাড়া বাকি সবগুলো পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ প্যানেলের শিক্ষার্থীরা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফল অনুযায়ী হল সংসদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ প্যানেলের আকমল হোসেন ( ৯৭৯ ভোট), সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান শান্ত (৯৯৫ ভোট)।

আরও পড়ুন- মুহসীন হলে পূর্ণাঙ্গ প্যানেলে ছাত্রলীগের জয়

ছাত্রলীগের প্যানেল থেকে বিজয়ী বাকিরা হলেন— সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জুলফিকার হাসান, সাহিত্য সম্পাদক পদে আব্দুল কাদের, পাঠচক্র সম্পাদক পদে আজহারুল ইসলাম সুমন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মুনতাসির মমতাজ, বহিরাঙ্গন সম্পাদক পদে মাহমুদুল হাসান, সমাজসেবা সম্পাদক পদে মাহবুবুর রহমান এবং সদস্য পদে আসীর মুরাদ, ফারুক শেখ ও মনিরুজ্জামান লিয়ন।

অন্য দিকে বঙ্গবন্ধু হলের হল সংসদে বিজয়ী স্বতন্ত্র দুই প্রার্থী হলেন— সংস্কৃতি সম্পাদক পদে ইয়াসির আরাফাত ও সদস্য আতাউল্লাহ আরমান।

এর আগে, সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দু’টি হল বাদে বাকি ১৬টি হলে সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। অনিয়মের অভিযোগ ওঠায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ শুরু হয় সকাল ১১টা ১০ মিনিটে। বিকেল ৫টার দিকে শেষ হয় হলটির ভোটগ্রহণ।

এদিকে, রোকেয়া হলের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর। আবার দুপুর ১২টার দিকে রোকেয়া হল থেকে ব্যালট ভর্তি বাক্স উদ্ধারের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিকেল ৩টার পর রোকেয়া হলে আবার ভোটগ্রহণ শুরু হয়। ওই হলের ভোটগ্রহণ সন্ধ্যা ৬টার পর শেষ হবে।

বিজ্ঞাপন

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুল বাছির জানান, রোকেয়া হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট দেরিতে শুরু হওয়ায় হল দু’টোর ভোটগণনা শুরু হবে সন্ধ্যায়।

এদিকে, ডাকসু নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘প্রথমে আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দিই। তারা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আমি এটির ভূয়সী প্রশংসা করি।’ এ নির্বাচনের মাধ্যমে সামনের দিনগুলোতেও গণতান্ত্রিক রীতি-নীতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন বলে জানান তিনি।

তবে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া ডাকসু নির্বাচনে অংশ নেওয়া সবগুলো ছাত্র সংগঠনের প্যানেলই নির্বাচন বর্জন করেছে। দুপুর ১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের প্রতি ‘ঘৃণা’ জানিয়ে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেয় চার জোট। এসময় বাম ছাত্র সংগঠনগুলোর দুই জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’ লাগাতার ধর্মঘটের ডাক দেয়। বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ভিসির পদত্যাগ ও ফের ডাকসু নির্বাচন চেয়ে বিক্ষোভ করেন।

তবে ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রলীগের বিপক্ষে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগকে ঠেকাতে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ও ছাত্রদলের অনিক একজোট হয়েছে ষড়যন্ত্র মঞ্চায়ন করেছে। বিভিন্ন জোটের পক্ষ থেকে নতুন করে ডাকসু নির্বাচনের দাবিকে হাস্যকর বলে আখ্যা দেন ছাত্রলীগ সভাপতি।

বিজ্ঞাপন

https://youtu.be/GIf1WGLRJd4

সারাবাংলা/কেকে/টিআর

ছাত্রলীগ ডাকসু ডাকসু নির্বাচন বঙ্গবন্ধু হল হল সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর