বান্দরবানে নারী পর্যটক ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার
১১ মার্চ ২০১৯ ১৮:৪১ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ২০:০৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বান্দরবান: বান্দরবানে চাঁদের গাড়িতে তুলে নিয়ে এক নারী পর্যটককে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গাড়িচালক মো. রাসেল (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, তিনিসহ থানার উপপরিদর্শক দুর্জয় বিশ্বাস, প্রনব কান্তি দাশ এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মারুফুর রহমান কয়েকদিন ধরেই চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিলেন। এর এক পর্যায়ে গতরাত ২টার দিকে চকরিয়া থেকে পর্যটক ধর্ষণ মামলার মূল আসামি মো. রাসেলকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের লোহাগাড়া থেকে বন্ধুর সঙ্গে বান্দরবানে বেড়াতে আসেন এক নারী। এক পর্যায়ে তার বন্ধু রেস্টুরেন্টে খাবার কিনতে গেলে ওই নারীকে বিভ্রান্ত করে কৌশলে পর্যটন মোটেলে নিয়ে যায় চাঁদের গাড়ির চালক রাসেল। সেখানে একটি কক্ষে তাকে আটকে ধর্ষণ করা হয়। পরে বন্ধুর কাছ থেকে খবর পেয়ে পুলিশ মোটেল থেকে ওই নারীকে উদ্ধার করেন। সেদিন রাতেই চালক রাসেলের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী।
সারাবাংলা/এসএমএন