ওএমআর মেশিনে ভোট গণনা চলছে
১১ মার্চ ২০১৯ ১৭:৩৪ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৯:৫০
।। সারাবাংলা টিম।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ১৬টি হলের ভোট গণনা চলছে। প্রতিটি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোট অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) কাউন্টারে গণনা করা হচ্ছে।
তবে রোকেয়া হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট দেরিতে শুরু হওয়ায় হল দুটোর ভোট গণনা সন্ধ্যায় শুরু হবে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুল বাছির জানান, ভোট গণনার জন্য ১২টি ওএমআর মেশিন কাজ করছে। হল সংসদে ভোটের ফল গণনা শেষে হলেই ঘোষণা করা হবে। এছাড়া সব হল থেকে প্রাপ্ত ফল আসার পর কেন্দ্রীয়ভাবে ডাকসুর ফল ঘোষণা করা হবে।
সোমবার (১১ মার্চ) দুটি হল বাদে বাকি হলগুলোয় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ শুরু হয় সকাল ১১টা ১০ মিনিটে।
এছাড়া রোকেয়া হলের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর। বেলা ১২টার দিকে রোকেয়া হল থেকে ব্যালটভর্তি বাক্স উদ্ধারের পর ভোটগ্রহণ স্থগিত থাকে। বিকেল ৩টার পর রোকেয়া হলে আবার ভোটগ্রহণ শুরু হয়। ওই হলের ভোটগ্রহণ সন্ধ্যা ৬টার পর শেষ হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘ ডাকসুর ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। এই কারণে আমি তাদের ভূয়সী প্রশংসা করছি।’
তবে ভোটে কারচুপির অভিযোগ এনে এদিন দুপুরে ছাত্রদলসহ ভোট বর্জন করে বাকি প্যানেলের প্রার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ প্রার্থী ও তাদের সমর্থকরা ভিসির পদত্যাগ ও ফের ভোট চেয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।
এদিকে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। ফের ভোট গ্রহণের দাবি হাস্যকর বলে ছাত্রলীগ মন্তব্য করেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সংবাদ সম্মেলনে বলেন, ‘অনেকে নতুন করে ভোটের কথা বলছেন। এটা হাস্যকর। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করতে চাইলে সেটা তাদের ব্যাপার। আমরা গণতন্ত্রের পক্ষে, তাই আমরা নিয়ম মেনে নির্বাচনে অংশ নিয়েছি। তারা কোনো সিদ্ধান্ত নিলে মেনে নেব।’
https://youtu.be/GIf1WGLRJd4
সারাবাংলা/জিএস/কেকে/টিএস/একে
আরও পড়ুন
আরও পড়ুন:
ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের
ছাত্রলীগ ছাড়া সব সংগঠনের ডাকসু নির্বাচন বর্জন
তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু
কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত
কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট পেপার উদ্ধার, ভোটগ্রহণ স্থগিত
চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত