নতুন করে ভোটের দাবি হাস্যকর: ছাত্রলীগ
১১ মার্চ ২০১৯ ১৬:২০ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৯:৫০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে চার জোটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) প্রত্যাখ্যান করে জানানো নতুন করে ভোটগ্রহণের দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
তিনি বলেন, অনেকে নতুন করে ভোটের কথা বলছেন। এটা হাস্যকর। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করতে চাইলে সেটা তাদের ব্যাপার। আমরা গণতন্ত্রের পক্ষে, তাই আমরা নিয়ম মেনে নির্বাচনে অংশ নিয়েছি। তারা কোনো সিদ্ধান্ত নিলে মেনে নেবো।
আরও পড়ুন- ঢাবিতে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক
সোমবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে সহসভাপতি (ভিপি) পদের এই প্রার্থী এসব কথা বলেন।
শোভন বলেন, যারা নতুন করে ভোটের কথা বলছেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮টি হল রয়েছে। এর মধ্যে মাত্র দুইটি হলে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে রোকেয়া হলে ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স পাওয়া যায়নি। কিন্তু নুরু, স্বতন্ত্র প্রার্থী জোট, লিটন নন্দীরা এবং ছাত্রদল— এরা সবাই একজোট হয়েছে। তারা সবাই একত্রিত হয়েছে। তারই ফল আজকের এই ঘটনা।
আরও পড়ুন- ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের
ডাকসু নির্বাচন ঘিরে রোববার (১০ মার্চ) রাতেই ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ডাকসু নির্বাচন বানচাল করার জন্য আগের রাতেই ষড়যন্ত্র হয়েছে। আজকে (সোমবার) তার সফল মঞ্চায়ন হয়েছে। কারা এই ষড়যন্ত্র করেছে— জানতে চাইলে তিনি বলেন, ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, কোটা আন্দোলনের নুরুল হক নুরু ও ছাত্রদলের অনিক।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা ১০ বছর ক্যাম্পাসে আছি। এই ১০ বছরে ক্যাম্পাসে কোনো গুলি চলেনি, কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। এই ১০ বছরে কোনো ক্লাস সাসপেন্ড হয়নি। ক্যাম্পাসে এখন চমৎকার একটি পরিবেশ রয়েছে। এই পরিবেশ ধরে রাখতে যা যা করা দরকার, ছাত্রলীগ করবে।
আরও পড়ুন- ভিসির বাসভবনে অবস্থান ছাত্রদলের, বিক্ষোভ মিছিল ৪ ছাত্র জোটের
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ভালোবাসে। তাই ছাত্রলীগকে ঠেকানোর জন্য তারা সবাই একজোট হবে, সেটা সহজেই অনুমেয়। কিন্তু সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। সবাই ছাত্রলীগকে ভালোবেসে গ্রহণ করেছে। তাই ছাত্রলীগকে ঠেকানোর জন্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।
কুয়েত মৈত্রী হল থেকে উদ্ধার করা সিলমারা ব্যালট আসল নয় দাবি করে ছাত্রলীগ নেতারা বলেন, কুয়েত মৈত্রী হলে যে ব্যালট পাওয়া গেছে, তার সঙ্গে আসল ব্যালটের মিল নেই। ২৮ বছর পর যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল কাজ করছে।
আরও পড়ুন- ডাকসু ভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে: ভিসি
রোকেয়া হল থেকে ব্যালট উদ্ধারের ঘটনা টেনে রাব্বানী বলেন, রোকেয়া হল থেকে কিভাবে ব্যালট ছিনতাই হয়েছে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছেন। নুরু দরজা ভেঙে ব্যালট ছিনতাই করেছে। এখন আবার আহত হওয়ার ভান ধরেছে। ব্যালট ছিনতাই করে নুরু শিক্ষার্থীদের স্বপ্ন চুরি করেছে।
তিনি আরও বলেন, ল্যাব এইডের চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, ডিহাইড্রেশনের কারণে নুরু মাথা ঘুরে পড়ে গেছে। কেউ তাকে নখের আঁচড়ও দেয়নি।
আরও পড়ুন- ভিসির পদত্যাগ ও ফের নির্বাচন দাবি
রোকেয়া হলের ‘ব্যালট ছিনতাই’য়ের ঘটনায় এরই মধ্যে মামলা হয়ে থাকতে পারে জানিয়ে রাব্বানী বলেন, ব্যালট ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে হয়তো শিক্ষার্থীরা মামলা করে ফেলেছে। কারণ ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
ছাত্রলীগের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার দিকে মধুর ক্যান্টিনেই আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
https://youtu.be/GIf1WGLRJd4
সারাবাংলা/টিএস/টিআর