ডাকসু’র ‘কলঙ্কিত’ নির্বাচন বাতিল চায় ঢাবি সাদা দল
১১ মার্চ ২০১৯ ১৮:৪৫ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ২১:২৩
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘কলঙ্কিত’ উল্লেখ করে এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল। একইসঙ্গে ডাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
সোমবার (১১ মার্চ) বিকেলে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন- ডাকসু ভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে: ভিসি
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর আজ (সোমবার) ডাকসু ও ১৮টি হলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোটের আগের রাতে একটি সংগঠনের প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে বস্তা ও ব্যালট বাক্স পূর্ণ করে রাখার মতো নির্লজ্জ জালিয়াতি ও নানা গুরুতর অনিয়মের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করা হলো। গোটা জাতি ও বিশ্বের সামনে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকাকে ভুলুণ্ঠিত করার ঘটনার আমরা তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। একটি ছাত্রসংগঠন বাদে নির্বাচনে অংশগ্রহণকারী অন্য ছাত্রসংগঠনগুলো এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে। আমরা এ কলঙ্কিত ও প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে আরও বলা হয়, এ নির্বাচন আয়োজনের শুরু থেকে প্রশাসন ও ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও ক্রিয়াশীল সকল দল ও সংগঠনের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ব্যাপক আশঙ্কা ছিল। সর্বশেষ গতকাল (১০ মার্চ) একটি সাংবাদিক সম্মেলন আয়োজনের মধ্যমে এ নির্বাচন যে অবাধ ও নিরপেক্ষ হবে না, আমাদের সে আশঙ্কা ও উৎকণ্ঠার বিষয়ে দেশবাসী ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশন আমাদের কোনো দাবিকেই আমলে নেয়নি।
আরও পড়ুন- নুর শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাই করেছে: রাব্বানী
জাতীয় নির্বাচনের মতো বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলসহ বিভিন্ন হলে রাতের বেলায় ব্যালটে সিল মারা হয়েছে অভিযোগ করে সাদা দলের পক্ষ থেকে বলা হয়, এ ন্যাক্কারজনক ঘটনায় শিক্ষক হিসেবে আমরা ক্ষুব্ধ, লজ্জিত ও ভীষণভাবে মর্মাহত। এ ধরনের কলঙ্কময় ঘটনায় জড়িত শিক্ষকদের ঢাবি শিক্ষক সমাজ নেবে না। জড়িতদের নিজ নিজ পদ থেকে শুধু অব্যাহতি দেওয়াই যথেষ্ট নয়, নৈতিক স্খলনজনিত অপরাধে তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করছে সাদা দল। এ ক্ষেত্রে গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে তদন্ত কমিটিতে বিরোধী মতের শিক্ষকদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান সাদা দলের আহ্বায়ক।
বিবৃতিতে বলা হয়, জাতির যেকোনো ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখিয়েছে। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ বিশ্ববিদ্যালয় যেন নিজেই পথ হারিয়ে না বসে। সচেতন শিক্ষক হিসেবে আমরা এ দায়িত্ব কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তাই বিশ্ববিদ্যালয়ের গৌরব, মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে কলঙ্কিত নির্বাচন বাতিল ও পুনঃতফসিল ঘোষণা করে অবিলম্বে নতুন করে ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানাচ্ছি।
https://youtu.be/GIf1WGLRJd4
সারাবাংলা/কেকে/টিআর