Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটতে পারছেন ওবায়দুল কাদের


১১ মার্চ ২০১৯ ১২:৫৮ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৩:৩৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন তিনি।

আবু নাসার আরও জানান, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্ণেল ফখরুদ্দীন আহম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএ/জেএএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর