আশঙ্কা করছি কারচুপি হচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
১১ মার্চ ২০১৯ ১১:৫২ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১২:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘কোড নম্বর ছাড়া কোনো ব্যালট বাক্স হয় না। ব্যালট বাক্সে কোনো কোড নম্বর নেই। এর ফলে অন্য কোনো জায়গা থেকে ব্যালট বাক্স এনে বসিয়ে দিলে বোঝার কোনো উপায় নেই। আমরা আশঙ্কা করছি ভোটে কারচুপি হচ্ছে।’
এই প্রার্থী অভিযোগ করেন গত রাতে বেশকিছু হলে ভোট কাটা হয়েছে। রোকেয়া হল, সলিমুল্লাহ হল, বিজয় একাত্তর হলে আগে থেকেই ব্যালটে সিল মারা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ছাত্রলীগকে সহায়তা করছে।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কি না তা দুপুর ১২টার পর আমরা সিদ্ধান্ত নিয়ে জানাব।’
সারাবাংলা/জিএস/একে