Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক


১১ মার্চ ২০১৯ ১১:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ার উল চৌধুরী পারভেজকে জিজ্ঞাসাবাদ করছে দুনীতি দমন কমিশন( দুদক) ।

সোমবার (১১ মার্চ) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে, সোমবার (৪ ফেব্রুয়ারি) তাকে দুদক থেকে নোটিশ পাঠানো হয়। আর ১১ মার্চ সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

দুদকের অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, মেসার্স ইভিন্স টেক্সটাইল ও আরগন ডেনিমস এর মালিক আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে।

এছাড়া, যন্ত্রপাতি আমদানির আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

সারাবাংলা/এসজে/এনএইচ

দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর