Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোট শুরু


১১ মার্চ ২০১৯ ১১:১৬ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১১:৩১

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: তিন ঘণ্টা স্থগিত থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১১টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে। বস্তাভর্তি সিলমারা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ডাকসু নির্বাচনের ওই কেন্দ্রে সকালে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলার কথা ছিল। দেরিতে ভোটগ্রহণ শুরু হওয়ায় তা চলবে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত।

সকালে ওই কেন্দ্রের রিডিং রুমের পাশ থেকে বস্তাভর্তি সিলমারা ব্যালট বাক্স উদ্ধার করে ছাত্রীরা। এ ঘটনায় ছাত্রীরা বিক্ষোভ শুরু করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখে।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ। এরপর হল প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেন তারা। আধাঘণ্টা বৈঠকের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়।

ভোটগ্রহণের সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীরা আরও কিছু দাবি জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে হল সংসদে ছাত্রলীগের প্যানেল বাতিল করা। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মাহফুজুর রহমান জানান, যেহেতু ভোটগ্রহণ চলছে। তাই প্যানেল বাতিল করে এই মুহূর্তে নতুনভাবে ব্যালট পেপার ছাপানোর সুযোগ নেই।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদে ভিপি পদে ছাত্রলীগের প্যানেলে দাঁড়িয়েছেন রাজিয়া সুলতানা কথা।

কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের অভিযোগ ভোটগ্রহণের আগে ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও দেখানো হয়নি। পরে হলের রিডিং রুমের পাশের একটি কক্ষ থেকে একবস্তা সিলমারা ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এরপর সকাল পৌনে ৯টার দিকে কুয়েত মৈত্রী হল পরিদর্শনে যান প্রক্টর গোলাম রব্বানী ও উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ। এ সময় ছাত্রীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। তখন প্রক্টর ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘এমন ঘটনা ন্যাক্কারজনক। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

হল সংসদের স্বতন্ত্র প্রার্থী অন্তরা লাকি সারাবাংলাকে বলেন, ‘আমরা সকাল থেকে ব্যালটবাক্স দেখতে চাচ্ছিলাম, কিন্তু হল কর্তৃপক্ষ কোনোভাবেই রাজি হচ্ছিল না। পরে আমরা ৮টা ৫০-এর দিকে আমরা রিডিং রুমের পাশের একটি কক্ষ থেকে একবস্তা সিল মারা ব্যালট পেপার উদ্ধার করি। সেগুলোর সবই ছিল ছাত্রলীগের প্রার্থীদের পক্ষে সিলমারা।’

সিলমারা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ওই হলের প্রভোস্ট ড. শবনম জাহানকে বরখাস্ত করা হয়েছে। ওই হলের নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরীনকে এরইমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

সারাবাংলা/কেকে/একে

আরও পড়ুন

কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট বাক্স উদ্ধার, ভোট স্থগিত

কুয়েত-মৈত্রী হল ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর