Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েত মৈত্রী হল প্রভোস্ট বরখাস্ত


১১ মার্চ ২০১৯ ১০:০৯ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১২:১৩

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর বরখাস্ত করা হয়েছে হল প্রভোস্ট অধ্যাপক ড. শবনম জাহানকে। এই হলে নতুন প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মাহবুবা নাসরিনকে।

                                   আরও পড়ুন: কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট পেপার উদ্ধার, ছাত্রীদের বিক্ষোভ

সোমবার (১১ মার্চ) সকাল পৌনে দশটার দিকে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।

সকাল ৮ টার আগে থেকেই ব্যালট বাক্স দেখানোর দাবী  জানায় হলটির সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু হল কর্তৃপক্ষ এতে রাজি ছিলেন না। পরে কুয়েত মৈত্রী হলের রিডিং রুমের পাশের একটি কক্ষ থেকে একবস্তা সিলমারা ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সেখানে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী পৌঁছালে তাকে অবরুদ্ধ করে ফেলে শিক্ষার্থীরা।

এসময় ঘটনাটি ন্যাক্কারজনক জানিয়ে হল প্রভোস্টকে বরখাস্তের ঘোষণা দেন প্রক্টর। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানান, প্রভোস্ট প্রকাশ্যে এ ঘটনায় তাদের সামনে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ২৮ বছর পর।  এই নির্বাচন অনুষ্ঠিহ হতে যাচ্ছে। এদিন সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত।

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম ছাত্র সংগঠনসহ মোট ১৩টি প্যানেল রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল ও ১৩টি ছাত্র হলে।

নির্বাচনে ভোট দেওয়ার উপযুক্ত শিক্ষার্থী ৪৩ হাজার ২৫৬ জন। এরমধ্যে ছাত্র ২৬ হাজার ৯৪৪ জন ছাত্র ও ছাত্রী ১৬৩১২ জন। ডাকসুর ২৫টি পদের মধ্যে রয়েছে ভিপি ১ জন, জিএস ১ জন, এজিএস ১ জন, সম্পাদক ৯ জন ও সদস্য ১৩জন। এই ২৫ পদে বিপরীতে মোট ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ডাকসুর ভিপি পদে ২১জন, জিএস পদে ১৪জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

বিজ্ঞাপন

অপরদিকে, ১৮টি হল সংসদের ১৩টি পদ হলো, ভিপি ১ জন, জিএস ১, এজিএস ১ জন, সম্পাদক ৬জন ও সদস্য ৪জন। এই ১৩ পদের বিপরীতে মোট প্রার্থী ৫০৯জন।

ডাকসু নির্বাচন পরিচালনা কাজে চীফ রিটার্নিং কর্মকর্তাসহ ৪২ জন নিয়োজিত আছেন। মোট ১৮টি হলে নির্বাচনি বুথ ৫০৮টি। ওএমআর পদ্ধতি প্রার্থীদের নামের পাসে ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। ব্যালট পেপার ভাঁজ না করে বক্সে জমা দিতে হবে।

সারাবাংলা/কেকে/জেডএফ

কুয়েত-মৈত্রী হল ডাকসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর