দিল্লিতে পটকার গুদামে আগুন: নিহত ১৭
২১ জানুয়ারি ২০১৮ ১৫:৫৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৭:০২
সারাবাংলা ডেস্ক
দিল্লি: দক্ষিণ দিল্লির বাওয়ানা এলাকায় এক পটকার গুদামে আগুন লেগে ১০ নারী সহ ১৭ জন নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ২০ এ এ আগুনের ঘটনা ঘটে। বাওয়ানার শিল্প এলাকার তিন তলা ভবনটির নিচতলা ও বেসমেন্ট ছিল পটকার গুদাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত এ আগুন ছড়িয়ে যায় উপরের তলাগুলোতে। ভবন থেকে বের হওয়ার একটিমাত্র পথ থাকায় পালানোর পথ রুদ্ধ হয়ে গিয়েছিল।
পটকা গুদামের একজন কর্মী রূপ প্রকাশ (২৪) এনডিটিভিকে জানায়, এ ভবনে শুধু চায়না থেকে আনা পটকা মোড়ক জাত করা হতো। আগুন লাগলে রূপ প্রকাশ ও সুনিতা (৪৫) নামে দুজন কর্মী ছাঁদে পালিয়ে যায়। পরে ছাঁদ থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচায়। তবে তাদের দুইজনের পায়ে আঘাত লেগেছে।
১৫টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। সারারাত চালানো উদ্ধার অভিযানে, ১৭টি লাশ উদ্ধার করা হয়। দিল্লি দমকল জানায়, নিহতের কেউ কেউ দগ্ধ হয়ে মারা গিয়েছে তবে শ্বাসরুদ্ধ হয়েও অনেকের মৃত্যু হয়েছে।
পুলিশ এই পটকা কোম্পানির মালিক মনোজ জৈনকে গ্রেফতার করেছে। জৈন দাবি করেছে, সে কম ক্ষমতার পটকা বাজারজাত করত।
পুলিশ কর্মকর্তা রাজনীশ গুপ্তা জানান, এ মাসের এক তারিখ থেকে জৈন এই গুদাম ভাড়া নিয়েছিল।
এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগুন লাগার ৫ ঘণ্টা পরে আগুন লাগা ভবন পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
সারাবাংলা/এমএ