রসিক নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ
৪ ডিসেম্বর ২০১৭ ০৭:৩৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৭
সারাবাংলা প্রতিবেদক
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।
রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে মেয়র পদে সাতজনসহ মোট ২৮৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় থাকলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে। প্রতীক বরাদ্দের পরে আজ রাত থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন।
নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে কাজ করবেন ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আগামী ২১ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এটি