ডাকসুর আগের রাতে ডাস চত্বরে লাঠিসোঁটা জমা!
১০ মার্চ ২০১৯ ২০:৪৫ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ২১:১৩
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাবি: ডাকসু নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরের স্ন্যাকসের দোকানে লাঠিসোঁটা জমা করে রাখার খবর পাওয়া গেছে। তবে কারা কী উদ্দেশ্যে এসব জমা করেছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন সারাবাংলাকে জানান, ৫-৭ জন লোক রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি রিকশায় এসব লাঠিসোঁটা নিয়ে আসেন। সেগুলো তারা দোকানের ভেতরে জমা করে রাখেন।
বিষয়টি নিয়ে দোকানে খোঁজ নেওয়া হলে সেখান থেকে জানানো হয়, একটি ছাত্রসংগঠনের সদস্যরা সেগুলো রেখে গেছেন। তবে কোন ছাত্র সংগঠন তা বলা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সারাবাংলাকে বলেন, ‘আমি লাঠিসোঁটা জমা করার খবর পেয়েছি। সেসব সরিয়ে নিতে সেখানে প্রক্টরিয়াল টিম পাঠাচ্ছি।’
ডাকসুর আচরণ বিধির ১৪ নম্বর ধারায় আছে ‘নির্বাচনি প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক, দেশি অস্ত্র (লাঠিসোঁটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি) ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না’।
সারাবাংলা/কেকে/এসএমএন