Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত : ‘১৫৭ আরোহীর কেউ বেঁচে নেই’


১০ মার্চ ২০১৯ ১৭:১৪ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৭:২১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইথিওপিয়ায় বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ। ইথিওপিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। বিমানটিতে ৩৩টি দেশের যাত্রী ছিল।

এর আগে, ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রুসহ ১৫৭ জন আরোহী নিয়ে ফ্লাইট ইটি-৩০২, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে রওনা করে। উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সকাল ৮টা ৪৪ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর বিমানটিতে আগুন ধরে যায়।

দেশটির এক মন্ত্রী বলেন, বিমানটিতে আরোহী সবার মৃত্যু হয়েছে বলেই আমরা ধারণা করছি। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এদিকে, ইথিওপিয়ার প্রেসিডেন্ট আবেই আহমেদ বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেন বিমানটির দুর্ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে বিধ্বস্ত বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ২০১৬ সালে আকাশে উড়া ৭৩৭ ম্যাক্স-৮ বোয়িং বিমান একেবারেই নতুন। গত বছর বিমানটি ইথিওপিয়ার বিমান বহরে যুক্ত হয়।

এর আগে, একই মডেলের লায়ন এয়ারের একটি বিমান ১৯০ জন যাত্রী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল। পাঁচ মাস আগের সেই দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যু হয়েছিল।

ইথিওপিয়ান এয়ারলাইনস আফ্রিকায় বেশ জনপ্রিয়। এয়ারলাইনসটি আফ্রিকার বাইরেও যাত্রীসেবা দিয়ে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

ইথিওপিয়া বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর