Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: গোলাম দস্তগীর গাজী


১০ মার্চ ২০১৯ ১৭:১২ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৮:০৩

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বলেছেন, তিনি দুর্নীতি করবেন না। সেইসঙ্গে অন্যকেও দুর্নীতি করতে দেবেন না।

রোববার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ অঙ্গীকারের কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতিমুক্ত। এখানে কেউ দুর্নীতি করতে পারবে না। আমার মন্ত্রাণলয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পাটের সোনালী আঁশ আবারও ফিরে আসবে বলেও এসময় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ এখন প্লাস্টিক পণ্য বর্জন করতে শুরু করেছে। অথচ একসময় এই প্লাস্টিকের পণ্যের ব্যবহারের কারণে দেশে পাটশিল্পের ওপর দুর্যোগ নেমে এসেছিলো। যুগের সাথে তাল মেলাতে পাট দিয়ে নতুন নতুন ধরনের পণ্য তৈরির প্রতিও জোর দেন মন্ত্রী।

গোলাম দস্তগীর গাজী বলেন,  ‘বস্ত্রখাতে বাংলাদেশ বহু বিদেশি প্রকৌশলী কাজ করছে।  বিদেশিদের ওপর নিভর্রতা কমাতে হবে। দেশেই দক্ষ জনবল তৈরি করতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হলে নিজেদের আরও স্বনির্ভর হতে হবে। বহুমুখি শিক্ষার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররা নতুন নতুন পোশাকের নকশা করছে। তাই ডিজাইনারদের উচিত নতুন নতুন ডিজাইন করা। তাহলে দেশের পনে্যর যেমন মান বাড়ে তেমনিভাবে কদরও বাড়ে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটারের অধ্যক্ষ ড.মিজানুর রহমানসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) দুর্নীতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর