Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে দুই গ্রুপে সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৬, ভোটগ্রহণ বন্ধ


১০ মার্চ ২০১৯ ১৫:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই গ্রুপের মাঝে সংঘর্ষের পুলিশ সদস্যসহ পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এক কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানিয়েছেন,  সংঘর্ষের কারণে শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্য ভোট কেন্দ্র ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

বাানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, আহত এক পুলিশ সদস্যকে সিলেটে পাঠানো হয়েছে।

এদিকে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজমিরীগঞ্জের ওসি নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেরেছেন।

সারাবাংলা/একে

উপজেলা নির্বাচন হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর