খালেদা জিয়া যাবেন না, জানালেন জেল সুপার
১০ মার্চ ২০১৯ ১২:৫৪ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৪:২৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির এ তথ্য জানিয়েছেন।
এর আগে, রোববার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে যান সিনিয়র জেল সুপার ইকবাল কবিরসহ মেডিকেল টিম। পরে পৌনে ১টার দিকে কারাগার থেকে বেরিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সিনিয়র জেল সুপার বলেন, ‘উনি যাবেন না।’
জেলার মাহবুব আলম জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি অনীহা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘উনি দেরিতে ঘুম থেকে ওঠায় নির্দিষ্ট সময়ের মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া ছিল তা সম্ভব হয়নি। কারা কর্তৃপক্ষ সবরকম চেষ্টা করেও খালেদা জিয়াকে রাজি করাতে পারেনি।’
এদিকে চকবাজার থানার ওসি শামীম অর রশীদ তালুকদারও সারাবাংলাকে বলেন, ‘খালেদা জিয়াকে হাসপাতালে পাঠানোর যাবতীয় প্রস্তুতি সকাল থেকে নেওয়া ছিল। কিন্তু রেজাল্ট নেগেটিভ। উনি বিএসএমএমইউতে যেতে রাজি হননি।’
বিএসএমএমইউ এলাকায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালে খালেদা জিয়ার আসা উপলক্ষে ১৫ মার্চ পর্যন্ত আমাদের ডিউটি শিডিউল করা আছে। আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে রেখেছি।’
রোববার (১০ মার্চ) সকালে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানিয়েছিলেন, স্বাস্থ্যপরীক্ষার জন্য খালেদা জিয়াকে দুপুরে হাসপাতালে নেওয়া হবে।
সারাবাংলা/এআই/ইউজে/একে
আরও পড়ুন
খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে