Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোর নাইটক্লাবে গোলাগুলি, নিহত ১৫


১০ মার্চ ২০১৯ ১০:৪২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

একদল সশস্ত্র বন্দুকধারীর হামলায় মেক্সিকোতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। শনিবার (৯ মার্চ) সালমাঙ্কা শহরের লা প্ল্যা মেনস নাইটক্লাবে এই  হামলা চালানো হয় বলে জানিয়েছেন সরকারের কৌঁসুলিরা। খবর আল-জাজিরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সংঘর্ষ কবলিত গুয়ানাজুয়াতো রাজ্যে সূর্যোদয়ের আগেই হামলাকারীরা তিনটি ভ্যানে করে ক্লাবটিতে আসে ও হামলা চালায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্স ঠায় দাঁড়িয়ে আছে ও হামলায় ভুক্তভোগীরা পালানোর চেষ্টা করছে।

গুয়ানাজুয়াতো রাজ্যের পুলিশরা সেখানের মাদক ও জ্বালানি সন্ত্রাসে যুক্ত থাকা অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এদের কারণে মেক্সিকো সরকারের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সাম্প্রতিক বছরে ৩ বিলিয়ন ডলার লোকসান করেছে। এছাড়া, রাজ্যটি সান্তা ক্লজ রোজা ডি লিমার নিকটবর্তী। সেখানে কিছুদিন আগে জুয়ান অ্যান্তনিও ইয়াপেজ নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তারক্ষীরা।

নাইটক্লাবে হামলার দায়িত্ব এখনো কোন গ্রুপ স্বীকার করেনি। তবে সরকারের চলমান অভিযান এই হামলার কারণ হতে পারে।

সারাবাংলা/এনএইচ

নাইটক্লাবে গোলাগুলি মেক্সিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর