Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়: অধ্যক্ষের কারাদণ্ড


৯ মার্চ ২০১৯ ১৮:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: কামিল পরীক্ষার টিউটেরিয়াল ও ভাইভার নামে অবৈধভাবে অতিরিক্ত ৬০০ টাকা ফি আদায়ের অভিযোগে অধ্যক্ষকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন সিরাজগঞ্জ জেলা সদরের হাজী আহম্মেদ আলী মাদ্রাসার অধ্যক্ষ সামছুল আলম।

শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. আনিসুর রহমান সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের পেশকার আব্দুস সাত্তার জানান, মাদ্রাসায় কামিল পরীক্ষার টিউটোরিয়াল ও ভাইভা পরীক্ষার জন্য আব্দুল আলীম নামে একজন কামিল পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা অতিরিক্ত আদায় করে। এসময়  হাতেনাতে অধ্যক্ষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। ওই পরীক্ষায় ৫০০জন পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে সর্বমোট তিন লক্ষ টাকা অতিরিক্ত আদায়ের টার্গেট নেয় অধ্যক্ষ। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আদালত।

এছাড়া ওই অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়েরও অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এমআই

অধ্যক্ষ কারাদণ্ড

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর