Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রভাষকের মৃত্যু


৯ মার্চ ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ৯ মার্চ ২০১৯ ১৭:০১

সড়ক দুর্ঘটনা

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর:- জেলার ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় আনোয়ার পারভেজ (৩৫) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। ওই প্রভাষক মোটরসাইকেল করে কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম। তিনি আরও জানান, মৃত কলেজ প্রভাষকের লাশ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ১১টা উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের রানীগঞ্জ বাজারে ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রভাষক আনোয়ার পারভেজ মোটরসাইকেল করে কলেজে যাচ্ছিলেন। রানীগঞ্জ বাজারে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই সময় আনোয়ার পারভেজ ছিটকে গিয়ে ট্রাকের চাকার চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মৃত আনোয়ার পারভেজ রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক ছিলেন।  তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাগুরা গ্রামের দুদু মিয়ার ছেলে।

সারাবাংলা/এসবি

কলেজ প্রভাষক ট্রাকচাপাতে দুর্ঘটনা দিনাজপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর