Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক বিক্রেতাক আটক


৮ মার্চ ২০১৯ ১৭:৩৮

।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।।

জয়পুরহাট: জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নাজমুল ইসলাম (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৮ মার্চ) সকালে পাঁচবিবি উপজেলার শিমুলতলি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ৫-এর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, আটক নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। একটি কাভার্ড ভ্যানে করে সে ফেনসিডিলগুলো রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছিল বলে সকালে আমাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৯৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

ক্যাম্প কমান্ডার আরও জানান, নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরেই যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ এবং রাজধানী ঢাকাতে নিয়ে তা বিক্রি করতো।

দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়ল বলে জানান তিনি।

সারাবাংলা/ এনএইচ

ফেনসিডিল উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর