Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্টের বাকিরাও শপথ নেবেন: হানিফ


৮ মার্চ ২০১৯ ১৫:৩১

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

 কুষ্টিয়া: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণের মান রাখতে সুলতান মোহাম্মদ মনসুরের পথ ধরে ঐক্যফ্রন্টের বাকি নির্বাচিতরাও অচিরেই শপথ নেবেন। আর তারা শপথ না নিলে জনগণই এর জবাব দেবে।

 শুক্রবার (৮ মার্চ) সকালে ৭ম এনডিএফ বিডি-কুএমসি জাতীয় মেডিকেল বিতকৃ উৎসবে উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সারা দেশের ৪৬টি মেডিকেল কলেজের প্রায় ৫ শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়।

 হানিফ বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে শপথ গ্রহণ করে সংসদে যোগ দিয়েছেন। তার দেখাদেখি ঐক্যফ্রন্ট থেকে বিএনপির যারা নির্বাচন করেছিলেন তারাও শপথ নেবেন বলে আশা করছি।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা কাদেরের সঙ্গে খালেদার তুলনা লজ্জাজনক: হানিফ

 তিনি আরও বলেন, খালেদা জিয়া আদালত থেকে দণ্ড পাওয়া কয়েদি। কারা বিধি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া যে চিকিৎসা সেবা পাচ্ছেন তা দেশের সর্বোচ্চ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন। কিন্তু তার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে বিএনপি। তাদের কোনো জনসমর্থন নেই বলে এসব বলে মাঠ গরম করার চেষ্টা করছে।

 বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই মন্তব্য করে হানিফ আরও বলেন, ২০১০ সালের পর থেকেই তারা সরকার হঠানোর আওয়াজ দিয়ে আসছেন। তবে তাদের সেই আহ্বানে দেশের জনগণ সাড়া দেয়নি। এখন তারা পলাতক দন্ডপ্রাপ্ত নেতাকে বাঁচাতে নানা ফন্দি-ফিকির করছে। তবে এসবে কোনো কাজ হবে।

বিজ্ঞাপন

 সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার প্রসঙ্গে হানিফ বলেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেখানে তার হার্টের বাইপাস সার্জারি করা হবে। দুয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা করছি।

 উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.এস এম মুসতানজিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, এনডিএফ বিডি এর চেয়ারম্যান এ কে এম শোয়েবসহ অন্যরা।

 সারাবাংলা/এমএইচ

ঐক্যফ্রন্ট কুষ্টিয়া মাহবুব উল আলম হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর