বুড়িগঙ্গায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন
৮ মার্চ ২০১৯ ১৩:২১ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ১৪:৪৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে একই পরিবারের নিখোঁজ ছয় জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ বাকি পাঁচ জনের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট। এদিকে, এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- সদরঘাটে নিখোঁজ ৬ জনের সন্ধান মেলেনি এখনও
সদরঘাট নৌ-বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জামশিদা (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয় বুড়িগঙ্গা থেকে। বাকি পাঁচ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ চলছে।
এদিকে, বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক (সদরঘাট) মো. আরিফ উদ্দিন সারাবাংলাকে জানান, সুরভী-৭ লঞ্চের ধাক্কায় সংঘটিত এই দুর্ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে বন্দর পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৬, আহত ১
জানা গেছে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে শাহজালাল মিয়া পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাট থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে সদরঘাটের কাছাকাছি সুরভী-৭ লঞ্চ পেছেন থেকে ধাক্কায় দিলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
এসময় লঞ্চের পাখার আঘাতে শাহজালালের (৩৫) দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌপুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ওই দুর্ঘটনার পর থেকে শাহজালালের স্ত্রী শাহিদা, তাদের দুই মেয়ে মীম (৮) ও মাহি (৬), শাহজালালের ভাই দেলোয়ার হোসেন, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু স্নেহা নিখোঁজ রয়েছেন। এর মধ্যে আজ দুপুরে জামশিদার মরদেহ উদ্ধার হলো।
ছবি: সুমিত আহমেদ
সারাবাংলা/এসএইচ/টিআর