অজুহাত দেখিয়ে নারীকে পেছনে ফেলা যাবে না: হাছিনা গাজী
৮ মার্চ ২০১৯ ১৩:০৩ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ১৩:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ধর্মের দোহাই ও নানা অজুহাত দেখিয়ে নারীকে পেছনে ফেলে রাখা যাবে না। নারীকে জাতীয় উন্নয়নের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে পারলেই বাংলাদেশ হবে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ দেশ।
শুক্রবার (৮ মার্চ) সকালে তারাবো পৌরসভা কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র্যালি, মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র হাছিনা গাজী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের যে কর্মকাণ্ড বাস্তবায়ন চলছে। এসব কাজে পুরুষের পাশপাশি নারী সমাজও সমানতালে দায়িত্ব পালন করছে। আমরা স্বাধীন। আমরা উন্নতি করতেই চাই। উন্নয়নের জন্য সবার সমান অবদান রাখা দরকার। অধিকার-মর্যাদায় নারী-পুরুষ সমান সমান, এতে কোনো সন্দেহ নেই।’
আরও পড়ুন: ভাষা আন্দোলন বাঙালির প্রাণের শেকড়: হাছিনা গাজী
সমাজে নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে নারীরা সুচারুভাবে কাজ করে যাচ্ছে। এমনকি ক্ষেত্রবিশেষে তারা পুরুষের চেয়েও এগিয়ে। সবচেয়ে বড় বিষয় নারীরা দুর্নীতিতে যুক্ত নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এ কারণে শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে নারীর অগ্রগতিকে গুরুত্ব দিয়েছেন।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে: হাছিনা গাজী
তারাবো পৌরসভার কাউন্সিলর লায়লা পারভীনের সভাপতিত্বে ও তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সাহারা পারভীন, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, আসমা বেগম ও জোসনা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাবো পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার পারুলসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ