সদরঘাটে নিখোঁজ ৬ জনের সন্ধান মেলেনি এখনও
৮ মার্চ ২০১৯ ০৯:১৮ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ১৩:৩৮
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকার সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট। এ ছাড়া লঞ্চটির পাখার আঘাতে দুই পা বিচ্ছিন্ন হওয়া ওই পরিবারের এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মো. এরশাদ হোসেন।
তিনি বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। এখনও কাউকে উদ্ধার করতে পারেনি।’
আরও পড়ুন: সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৫, আহত ১
নৌকায় আহত শাহজালাল (৩৫) ছাড়াও ছিলেন শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের দুই মেয়ে মীম (৮) ও মাহি (৬)। শাহজালালের ভাই দেলোয়ার হোসেন, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু স্নেহা।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজালাল মিয়া পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাট থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে সদরঘাটের কাছাকাছি সুরভী-৭ লঞ্চ পেছেন থেকে ধাক্কায় দিলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পাখার আঘাতে শাহজালালের (৩৫) দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক (সদরঘাট) আরিফ হাসনাত সারাবাংলাকে জানান, তারা নিখোঁজের পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধার শাহজালালকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সারাবাংলা/এসটি/এমএইচ