Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহের কালীগঞ্জে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান


৮ মার্চ ২০১৯ ০১:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ: আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রউফ প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে জয়ী হন জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু। বর্তমানে তিনি একই পদে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মো. আব্দুর রউফ বলেন, ‘আমি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।’

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রউফ মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও শিবলী নোমানী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন ও সীমা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

সারাবাংলা/এমআই

নবনির্বাচিত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর