Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী


৭ মার্চ ২০১৯ ১৯:৫১

।। শেকৃবি করেসপনডেন্ট ।।

শেকৃবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। তিনি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থী।

সোমবার (৪ মার্চ) তার নিয়োগের গেজেট জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন ছাড়াও আরও চার কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। এর মধ্যে, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং জাহিদ হাসান তুসারকে উপ-সচিব পদ-মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। আর গাজী হাফিজুর রহমান লিকুকে সহকারী একান্ত সচিব-২ এবং মুহম্মদ আরিফুজ্জামান নূর নবীকে অ্যাসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সহ-সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তার পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

সারাবাংলা/এনএইচ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন