ঢাকা জজ কোর্টের লিফট ছিঁড়ে আহত ১০
৭ মার্চ ২০১৯ ১১:২৬ | আপডেট: ৭ মার্চ ২০১৯ ১৫:১৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা জেলা জজ কোর্টের একটি ভবনের লিফট ছিঁড়ে লিফটম্যানসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জর্জ কোর্টে লিফট ছেঁড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে লিফটটি চালু হয়। এর কিছুক্ষণ পরই লিফটটি ছিঁড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় ১০ থেকে ১২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এসআই ফারুক আরও জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিপরীত দিকের ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি পুরাতন জেলা জজ ভবন হিসেবে পরিচিত। এ দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই আইনজীবী।
ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাশেদুল হাসান জানান, লিফট ছিঁড়ে আহত হওয়া ১৪ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ১৩ জনকে ঢাকা মেডিকেল ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় আহত হয়ে সেখানে ভর্তি হওয়া কয়েকজনের মধ্যে রয়েছেন আইনজীবী সুলতান, নাহার, সোয়াদ খান, আইয়ুব আলী, কাওসার আলম মিঠু, মুহুরী মো. আমিন, পেশকার মো. সুমন ও কোর্ট স্টাফ আমিনুল হক। এছাড়া, লিফটম্যানের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলমকেও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এআই/আরএ/টিআর