Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা পরিষদ নির্বাচন: প্রচার-প্রচারণামুখর শাহজাদপুর


৭ মার্চ ২০১৯ ০৮:০২

।। রানা আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামি ১০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজাদপুর উপজেলা নির্বাচন।

চেয়ারম্যান পদে দলীয়ভাবে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জাসদের পক্ষ থেকে উপজেলা জাসদের সভাপতি ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন।

নির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ভাইস চেয়ারম্যান পদে ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

এ নির্বাচনকে ঘিরে তিন জন চেয়ারম্যান প্রার্থীই নিজ নিজ কৌশলে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠছে শাহজাদপুর এলাকা। চায়ের দোকান থেকে ক্ষেত-খামারেও চলছে নির্বাচনি আলোচনা। সবার প্রশ্ন কেমন হবে উপজেলা নির্বাচন। শঙ্কা রয়েছে প্রার্থীদের মধ্যেও।

একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার ৪ লাখ ১ হাজার। সংসদ নির্বাচনে ১৩২টি কেন্দ্র থাকলেও উপজেলা নির্বাচনে কেন্দ্র থাকছে ১৩৯টি।

নির্বাচনের বিষয়ে বর্তমান চেয়ানম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, ‘উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আমি বিপুল ভোটে নির্বাচিত হব। পুনরায় বিজয়ী হলে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় শাহজাদপুরকে মাদক, দুর্নীতিমুক্ত ও দেশের সেরা উপজেলা হিসেবে রূপান্তরিত করবো।’

বিজ্ঞাপন

উপজেলা জাসদের সভাপতি সাংবাদিক শফিকুজ্জামান শফি বলেন, ‘এ নির্বাচন যদি স্বচ্ছ হয়, জনগণ যদি ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী হবো। আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে, শাহজাদপুর শহরসহ প্রতিটি গ্রামকে আধুনিকায়ন করবো। মানুষ যাতে গ্রামে বসে শহরের সেবা পায়, সেদিকে খেয়াল রাখবো। দুর্নীতিমুক্ত শাহজাদপুর গড়বো।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘এ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে আমি রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবো। বিজয়ী হলে, শাহজাদপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেব গড়ে তুলবো।’

সারাবাংলা/এমআই

উপজেলা শাহজাদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর