সেনাবাহিনী বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে : সেনাপ্রধান
৬ মার্চ ২০১৯ ১৮:২২ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ২১:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেট ।।
সিলেট: শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর আস্থা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমদ। তিনি বলেন, ‘জাতিসংঘের বিভিন্ন মিশনে আধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।’
বুধবার (৬ মার্চ) দুপুরে সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের তিনটি পদাতিক ব্রিগেড ও ৫টি ইউনিটের উদ্বোধন-কালে একথা বলেন সেনাপ্রধান।
জেনারেল আজিজ আহমদ এসময় আরও বলেন, এভাবে আধুনিকায়নে মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এক সময় বিশ্বের অন্যতম একটি সেনাবাহিনীতে রূপান্তরিত হবে।
সেনাপ্রধান অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি মোকাবিলায় সতর্ক থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনে জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম শামীম উজ জামান বক্তব্য রাখেন। প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আখনু বিল্লাহর নেতৃত্বে চৌকস দল কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন করে।
সারাবাংলা/এনএইচ