গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার অভিযোগ
৬ মার্চ ২০১৯ ১৮:০৩ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৮:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর শান্তিনগরের একটি গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৬মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
গার্মেন্টসের এডমিন অফিসার মিজানুর রহমান জানান, শান্তিনগরে অবস্থিত ইপৌক গার্মেন্টসের পাঁচ তলায় হেল্পারের কাজ করতেন সে নারী। বিকাল হঠাৎ গার্মেন্টসের সামনে আওয়াজ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে উদ্ধার করা হয় নিহতকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া জানান, গার্মেন্টসের থেকে পরে গিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/এনএইচ