Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিরপেক্ষ ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছি’


৬ মার্চ ২০১৯ ১৭:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছি। একেবারে সত্যিকার অর্থে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৬ মার্চ) সকাল রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘এবারের ভোট নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ না দেওয়ার চেষ্টা করবো। এরপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে যে যে আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার সব ধরনের ব্যবস্থা নেব।’

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা ভোট নিয়ে আস্থার জায়গা বাড়বে না কমবে সেটি নির্বাচন কমিশন আগাম বলতে পারবে না। আর আস্থার জায়গা কমেছে সেটিও আমি কোনোক্রমে স্বীকার করবো না। কারণ আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। যাতে করে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম, পুলিশ সুপার শহিদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা।

সারাবাংলা/এমআই

ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর