Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা সেবনের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল যুবকের


৬ মার্চ ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৩:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছুরিকাঘাতে আজগর আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় যুবকদের ইয়াবা সেবনের সময় প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৫ মার্চ) গভীর রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজম আলীর পুকুর পাড়ে এ ঘটনা ঘটেছে। নিহত আজগর ওই এলাকার মোহাম্মদ সালেহর ছেলে।

নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, তিন যুবক পুকুর পাড়ে বসে ইয়াবা সেবন করছিল। আজগর সেটা দেখে ফেলে এবং প্রতিবাদ করে। এসময় তাদের সঙ্গে আজগরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকদের একজন আজগরকে ছুরিকাঘাত করে।

আহত আজগরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/আরডি/এনএইচ

ইয়াবা ছুরিকাঘাত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর