কাদেরের সব অর্গান কাজ করছে: হানিফ
৬ মার্চ ২০১৯ ১১:৫৩ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১২:৫৬
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সব অর্গান কাজ করছে। সব ঠিক থাকলে অতি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল হানিফ।
বুধবার (৬ মার্চ) সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা কাদেরের সঙ্গে খালেদার তুলনা লজ্জাজনক: হানিফ
তিনি বলেন, সকালে মাউন্ট এলিজাবেথে আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর শারীরিক পরীক্ষা হয়েছে। তাদের ওপেনিয়ন নিয়ে ডা. আবু নাসের রিজভী আমাদের জানিয়েছেন ওবায়দুল কাদের এর সব অর্গান কাজ করছে। সব ঠিক থাকলে অতি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
এক প্রশ্নের জবাবে বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি নামক দলটির কোনো অস্তিত্ব নেই। মিডিয়াতে টিকে থাকতে তারা মাঝে মধ্যে কর্মসূচি দিচ্ছে।
সারাবাংলা/এমএমএইচ/জেএএম