ডিএনএ টেস্টে চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ১১ জনকে শনাক্ত
৬ মার্চ ২০১৯ ১০:৪০ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৩:১৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে ১১ জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি।
বুধবার (৬ মার্চ) সকাল ১০ টার দিকে সিআইডির ডিএনএ অ্যানালাইসিস্ট ডা. নুশরাত শারমিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নুশরাত বলেন, ‘আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ১১ জনের মরদেহ শনাক্ত করে প্রতিবেদন পাঠিয়েছি।’
এ ব্যাপারে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১ টায় সিআইডির মালিবাগ কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তবে এটি আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন নয় বলেও জানান তিনি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এ ঘটনায় নিহত অজ্ঞাত ১৯ টি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকায় আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ আরও ৪১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর মারা যান আরও কয়েকজন। মিলিয়ে এ ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চকবাজারে আগুন: কেমিক্যাল গোডাউন সরানোসহ ৮দফা সুপারিশ আইইবির
চকবাজারে আগুন: ৩৮ জনের নমুনা সংগ্রহ, সময় লাগবে ২১ দিন
সারাবাংলা/ইউজে/এসএমএন