Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কিছুই করার নেই: ডা. দীপু মনি


৫ মার্চ ২০১৯ ২১:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, খালেদা জিয়া আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন। তার মুক্তির ব্যাপারে সরকারের কিছুই করার নেই।

মঙ্গলবার ( ৫ মার্চ ) বিকেলে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবার ড.দীপু মনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেরি খালেদা জিয়াকে সব কিছু করতে হবে। তাকে দেশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি যা চেয়েছেন তার প্রায় সব ধরণের সুযোগ সুবিধাই তাকে দেওয়া হয়েছে কারাবিধি অনুযায়ী।

এই সময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি

খালেদা জিয়া ড.দীপু মনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর