অসুস্থ ওবায়দুল কাদেরের খোঁজখবর নিচ্ছেন কাজী ফিরোজ
৫ মার্চ ২০১৯ ২০:২৮ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১২:২০
।। স্পোশাল করেসপন্ডেন্ট।।
হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিরোধীদলীয় মাননীয় সাংসদ কাজী ফিরোজ রশীদ এমপি। এসময় তার সঙ্গে ছিলেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
সিঙ্গাপুর থেকে কাজী ফিরোজ রশীদ জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এক সপ্তাহ পর তার ওপেন হার্ট সার্জারি করা হবে বলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৪ মার্চ রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার আম্বুলেন্স।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ কাদেরের হার্ট অ্যাটাক হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের মতামতে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়, উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
সারাবাংলা/ জেআইএল/এনএইচ