Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাম ভবন থেকে এমপির ছেলের লাশ উদ্ধার


২১ জানুয়ারি ২০১৮ ১০:৩৮ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৬:৫১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : জাতীয় সংসদ এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের এমপি অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবায়েত জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ নম্বর ন্যাম ভবনের ৫০৪ নম্বর রুমে অনিকের লাশ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন সারাবাংলায়

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, জানান এসি রুবায়েত।

শেরেবাংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস বলেন, সংসদ সদস্য মোস্তফা সাতক্ষীরা থেকে আজ ভোরে ন্যাম ভবনের ওই ফ্লাটে ফেরেন। দরজা ধাক্কাধাক্কির পর না খুললে একপর্যায়ে দরজা ভেঙে ফেললে ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারকারী শেরেবাংলা নগর থানার এসআই শফিক সারাবাংলাকে বলেন, ইন্টারনেটের তার গলায় পেচাঁনো অবস্থায় ছিল। প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরের আর কোথাও কোন দাগ বা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি ।

সারাবাংলা/ইউজে/একে

 

ন্যাম ভবন লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর