Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন


৫ মার্চ ২০১৯ ১৮:১৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: জেলার হিলির মুহাড়াপাড়া মাঠে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ৩টায় মুহাড়াপাড়া মাঠে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সহ ১১জন পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনারের নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম ও সার্কেল অফিসার আখিউল ইসলাম।

নামাজে জানাজাতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সকল মুক্তিযোদ্ধা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে।

উল্লেখ্য, মঙ্গলবার (৫ মার্চ) ভোরে নিজ বাসভবনে কিডনি জনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পৌরসভাধীন মুহাড়াপাড়া গ্রামের মৃত চয়েন উদ্দিন সরকারের ছেলে।

সারাবাংলা/এসবি

রাষ্ট্রীয় মর্যাদা হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর