Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: প্রচার-প্রচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


৫ মার্চ ২০১৯ ১৭:২৩

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ১১মার্চ ডাকসু নির্বাচন। দ্বিতীয় দিনের মতো নির্বাচনি প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্নভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। তবে এদিন প্রথম দিনের মতোই নির্বাচনি প্রচার চালিয়েছে ছাত্রদল। এছাড়া ব্যতিক্রমধর্মী প্রচার চালিয়েছেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি প্রার্থী লিটন নন্দী। স্বতন্ত্র প্রার্থীদেরও দেখা গেছে বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার চালাতে।

বিজ্ঞাপন

সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, লিফলেট বিতরণ করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে বসে নির্বাচনি প্রচারণা নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগ। তাদের প্রচারের সার্বিক দেখভাল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

ছাত্রলীগের নির্বাচনি প্রচার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জিএস প্রার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো প্রচার চালাচ্ছি। আমাদের একটি হলে যে সংখ্যক নেতা-কর্মী আছে অন্যদের সমগ্র ক্যাম্পাসে তত সমর্থক নেই। এসব নেতা-কর্মীদের ভালোবাসা নিয়ে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করব।’

এদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে পুরো ক্যাম্পাসে নির্বাচনি প্রচার চালিয়েছেন। ছাত্রদলের প্যানেল থেকে সহসভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা পুরো ক্যাম্পাসে দলভুক্ত হয়ে প্রচার চালিয়েছি। নির্বাচনের সময় এত সঙ্কুচিত যে আমরা সিদ্ধান্ত নিতে হিমসিম খেয়ে যাচ্ছি। আমরা খুবই কম সময় পাচ্ছি। হলে বিভিন্ন প্রার্থীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজকে আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে পারি।’

বিজ্ঞাপন

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা ক্যাম্পাসের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, কলাভবন, কার্জন হল, ব্যবসায় শিক্ষা অনুষদ ইত্যাদি জায়গায় নির্বাচনি প্রচার চালিয়েছেন। এই প্যানেলের ভিপি পদপ্রার্থী নুরুল হক নুর বলেন, ‘আমরা বেলা ১১টা থেকে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। পূর্বে আমরা শিক্ষার্থীদের জন্য আন্দোলন করেছি। নির্বাচন সুষ্ঠু হলে আশা করি আমরাই বিজয়ী হব।’

ছাত্র ইউনিয়নের ব্যতিক্রমী প্রচারণা: এদিকে, ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যতিক্রমী প্রচার চালিয়েছেন। গানের মিছিলের মাধ্যমে তারা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্ট করেন। তাদের পদযাত্রায় হাতে ছিল প্লাকার্ড, মুখে ছিল স্লোগান। প্যাডড্রাম বাজিয়ে শিক্ষার্থীদের কাছে ডাকসু নির্বাচনের জন্য তারা ভোট চেয়েছেন। ছাত্র ইউনিয়নের প্রার্থী লিটন নন্দী সারাবাংলাকে বলেন, ‘আমরা গানের মিছিলের মাধ্যমে নির্বাচনি প্রচার চালিয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক সাড়াও পাচ্ছি।’

স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা: স্বতন্ত্রপ্রার্থীদের মধ্যে ‘স্বতন্ত্র জোট’ থেকে ভিপি পদপ্রার্থী অরণী সেমন্তী খান, ‘স্বাধিকার স্বতন্ত্র পরিষদ থেকে জিএস পদপ্রার্থী এ আর এম আসিফুর রহমান ক্যাম্পাসে নির্বাচনি প্রচার চালিয়েছেন। অরণী সেমন্তী খান সারাবাংলাকে বলেন, ‘আজকে আমরা সাইন্স ফ্যাকাল্টি ও কলাভবনসহ বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছি। আমরা শিক্ষার্থীদের ব্যাপক সাড়াও লক্ষ্য করছি।’

উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার-প্রচারণা  চালানো যাবে।

সারাবাংলা/কেকে/এমআই

ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর