ভারতের সাবমেরিনকে সতর্ক করল পাকিস্তান নেভি
৫ মার্চ ২০১৯ ১৫:২৭ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৫:৩২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আরব সাগরে ভারতের একটি সাবমেরিনকে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তান নেভির অভিযোগ, সাবমেরিনটি পাকিস্তানের জলসীমার কাছে চলে এসছিল। তবে কোন আক্রমণের চেষ্টা করেনি। খবর ফক্স নিউজের।
মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করা হয়।
পাকিস্তান নেভি জানায়, উভয় দেশের উত্তেজনা প্রশমনের চেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে কোন আগ্রাসী জবাব দেওয়া হয়নি। সতর্ক বার্তা দেওয়ার পর ভারতীয় সাবমেরিনটি দূরে সরে যায়।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনায় আত্মঘাতী হামলায় প্রাণ হারায় চল্লিশ জন ভারতীয় সৈন্য। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদ এই হামলার দায়িত্ব স্বীকার করে নেয়। হামলার জবাবে পাকিস্তানে হামলা চালায় ভারতের বিমান বাহিনী। ভারত-পাকিস্তানের বিমানযুদ্ধে ভারতীয় এক উইং কমান্ডার আটক হয় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে। পরবর্তীতে অভিনন্দন বর্তমান নামে ওই পাইলটকে মুক্তি দেওয়া হয়।
দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। এরই মধ্যে ভারতীয় সাবমেরিনকে সতর্ক করল পাকিস্তান।
সারাবাংলা/এনএইচ