Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিশু দগ্ধ


৫ মার্চ ২০১৯ ১৪:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কেরানীগঞ্জের চুনকুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ হয়েছে। এরা হলো সুমি আক্তার (১৫), তার ছোটভাই ফিরোজ (১১) ও সোহানা আক্তার (৮)।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। তিন শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সুমির চাচা আবদুর রশিদ জানান, তাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠিয়া চৌরাস্তা এলাকায়। সোহানার বাবার নাম রাশেদ আলম। তারা একই ভবনের তিন তলায় ভাড়া থাকে। সকালে বাসার ছাদে সকালে কাপড় শুকাতে যায় সোহানা। এসময় ছাদে ছিলো সুমি ও তার ছোটভাই ফিরোজ।

ফিরোজ ছাদের পাশের একটি বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। পরে ফিরোজকে ছাড়িয়ে নিতে সোহানা তাকে ধরতেই সেও বিদ্যুতায়িত হয়। সবশেষ সুমি তাদের ছাড়াতে গেলে নিজেও বিদ্যুতায়িত হয়।

সুমিদের বাড়ি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলায়। সোমবার (৪ মার্চ) মায়ের সঙ্গে তাদের বাসায় আসে ফিরোজ।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, ফিরোজের হাত, পা ও বুক পেটসহ শরীরের অনেক জায়গা দগ্ধ হয়েছে। সোহানার হাত, পা ও সুমির হাত, পা, ও পিঠে দগ্ধ হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

বিদ্যুৎস্পৃষ্ট শিশু দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর