টোকিও কোর্টে জামিন মিলল ঘোসেনের
৫ মার্চ ২০১৯ ১৩:৪৩ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৩:৫১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সাবেক নিশান বস কার্লোস ঘোসেনের জামিন আবেদন মঞ্জুর করেছে টোকিওর একটি আদালত। তাকে মঙ্গলবারের ( ৫ মার্চ) মধ্যে মুক্তি দেওয়া হতে পারে। খবর বিবিসির।
প্রায় ৮.৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ের ঘোসেনের এই জামিন মঞ্জুর করা হয়। যেটিকে ‘অপ্রত্যাশিত’ হিসেবেই দেখা হচ্ছে। পূর্বে ঘোসেনের দুটি জামিন আবেদন নাকচ করা হয়। তখন বলা হয়েছিল, ঘোসেন আত্মগোপন করতে পারেন অথবা তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন।
এর আগে, তার আইনজীবী জুনিকারিও হিরোনাকা বলেন, তিনি তার জামিনের ব্যাপারে আশাবাদী। কঠিন কঠিন মামলা জয়ের রেকর্ড রয়েছে জাপানি এই আইনজীবীর।
ঘোসেন নিশানে দায়িত্ব পালনরত অবস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত। গত বছরের ১৯ নভেম্বর আর্থিক অসদাচরণের’ অভিযোগে ঘোসেনকে গ্রেফতার করে টোকিও সরকারি কৌঁসুলির অফিসের বিশেষ তদন্ত দল।
৬৫ বছর বয়স্ক ব্রাজেলিয়ান বংশোদ্ভূত ঘোসেন নিশানের সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি বলা হয়, অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পাওয়া গেছে চেয়ারম্যান ঘোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ গ্রেগ কেলি ২০১০ সাল থেকে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন।
সারাবাংলা/এনএইচ